বাগানবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন-এর কিছু কার্যক্রম
অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্যে শিক্ষকদের আইডি কার্ড প্রদান
২৭ আগস্ট ২০২৪ইং তারিখে বাগানবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্যে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষক আইডি কার্ড প্রদান করা হয়।
মিলনমেলা-২০২২
বাগানবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে গত ০৩ জুন ২০২২ইং শুক্রবার; প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের ১ম পূনর্মিলনী “মিলনমেলা-২০২২” অনুষ্ঠিত হয়। প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণও মিলনমেলায় অংশগ্রহণ করেন, যা মিলনমেলার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। বাগানবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক মোঃ রুহুল আমিন আশিক-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আল মামুন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাহবুব নুরুজ্জামান লিটন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান শিক্ষক জনাব এস. এম. আব্দুল মান্নান ও কো-অপ্ট সদস্য রোকেয়া সুলতানা মুক্তি। পৃষ্ঠপোষকতা করেন অভিভাবক সদস্য (মাধ্যমিক) জনাব রফিকুল ইসলাম ও সৈয়দ শহীদুল ইসলাম এবং প্রাক্তন ছাত্র শরীফ আহমেদ। সহযোগিতা ও সাহস যুগিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জসীম উদ্দীন আহমেদ। অক্লান্ত পরিশ্রম করে যারা মিলনমেলাটি সফলভাবে সম্পন্ন করেন, প্রাক্তণ ছাত্র-ছাত্রী জান্নাতুল নাঈমী মেরি, শাকিল আহমেদ, মমিনুল হক, ইমাম হোসেন টিপু, নূরনবী শুভ, শাহীন খাঁন, শরীফ আহমেদ, আরিয়ান আরাফাত সোহান, বিপ্লব উদ্দিন খাঁন, মিশকাতুল ফাহিম ও দীপ্ত ইসলাম হানিফ।
ইফতারের আয়োজন
বাগানবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তণ ছাত্র-ছাত্রী পরিষদ অর্থাৎ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে পবিত্র রমযান মাস উপলক্ষে ২০২২ সালের ২৮ এপ্রিল, বৃহস্পতিবার ২৬তম রমযানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় কার্যক্রমে ব্যবস্থাপনায়
২০১৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন বাগানবাড়ী আদর্শ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে প্রানবন্ত হয় অনুষ্ঠানটি।